নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসে দুপুরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে বিকেলে অরুন কুমার নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত অরুন কুমার দাস রাজশাহীর চারঘাট পৌর এলাকার গজেন্দ্রনাথ দাসের ছেলে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম জানান, অরুণ কুমার দাস গত সপ্তাহে ঢাকা থেকে সিংড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। এরপরে গত তিন চার দিন হলো তার শরীরে জ্বর ,শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপ দেখা দেয়। জ্বর শ্বাসকষ্ট নিয়ে অরুণ কুমার দাস বৃহস্পতিবার দুপর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। এরপর তিনি তার আত্মীয়ের বাড়ীতে চলে যান। পরে বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা তা নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে বলা যাবে। তবে এটাকে করোনা ভাইরাসের উপসর্গ হিসেবে ধরা যায়।