নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের কৃঞ্চননগর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে তুহিন ইসলাম (৮) নামে এক শিশু আত্রাই নদীতে নিখোঁজ হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে কৃঞ্চননগর গ্রামের আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু তুহিন নাটোর সদর উপজেলার পূর্ব ডাঙ্গাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, তুহিন মঙ্গলবার তার নানীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে বাবা-মায়ের সাথে কৃঞ্চননগর আসে। বুধবার দুপুরে বিলদহর ব্রিজ ঘাটে গোসল করতে আসলে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিস এর একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। এ সংবাদ লিখা পর্যন্ত রাত সাড়ে ১০ টায়ও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শিশুর পরিবারের পাশাপাশি আমরাও অনেক জায়গায় খোঁজ খবর নিচ্ছি।