নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ২ জনকে ১০ বছর করে শিশু সংশোধনাগারে আটকাদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। আটকাদেশ প্রাপ্তরা হল উপজেলার বড় আদিমপুর গ্রামের মোহম্মদ বেল্লালের ছেলে মোহম্মদ রাসেল ও একই গ্রামের এজাহার প্রাং এর ছেলে মোহম্মদ রমিজুল।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবন্ধী ভিকটিমের মা ঢাকায় গার্মেন্টসে কর্মরত থাকায় তার মামা উপজেলার আদিমপুর গ্রামের রিপন মন্ডলের বাড়ি বসবাস করত। গত ২০১৭ সালের ৩০ মার্চ সন্ধ্যার দিকে রাসেল ও রবিউল ভিকটিমকে খাওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পাড়িল গ্রামের এক ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের গোঙ্গানীর শব্দে এলাকাবাসি এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে এলাকাবাসি ভিকটিমকে উদ্ধার করে তার মামার বাড়িতে পৌঁছে দেয়। এ ব্যাপারে ভিকটিমের মামা রিপন মন্ডল বাদি হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ ৫ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক উল্লেখিত রায় প্রদান করেন। এ সময় অভিযুক্তরা পলাতক ছিল।