নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সিংড়া উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। এসময় ৫ জন অভিজ্ঞ ডাক্তার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় সহস্রাধিক রোগীকে সেবা দেন।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি রিপন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর, ইটালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠু, যুবনেতা ইনোক, রায়চরন, সবুজ প্রমুখ। রোগী দেখেন ডাক্তার এমসি ইমরান মোর্শেদ, ডাঃ সামিহা সুবাত মাইশা, ডাঃ তারিকুল ইসলাম, ডাঃ মাহফুজুল ইসলাম।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরুল বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ছিল সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা। বঙ্গবন্ধুকে স্মরণ করার এটাই সর্বোৎকৃষ্ট পদ্ধতি বলে আমি মনে করি।