নাটোরের সিংড়ায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বন্যার্ত এক হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আজ বুধবার দুপুরে উপজেলার কলম ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুড়ে ও আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। পরে প্রতিমন্ত্রী উপজেলার ক্ষতিগ্রস্থ কলকলি বাঁধ রক্ষায় জিও ব্যাগ ফেলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল হক চুন্নু , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সীসহ দলীয় নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী পলক বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে। কেই অসুস্থ্য হলে তাকে চিকিৎসাও প্রদান করা হবে। বন্যা আক্রান্ত এলাকাগুলোতে মানুষের যাতায়াতে প্রয়োজনীয় নৌকা সরবরাহ করা হচ্ছে। ভ্রাম্যমান টয়লেটও স্থাপন করা হচ্ছে। সেই সাথে বন্যা পরবর্তী সময়ে পূণর্বাসন কার্যক্রম সম্পন্ন করতে ক্ষতিগ্রস্থ কৃষক, মৎস্যজীবী ও গৃহহীনদের তালিকা তৈরী করা হচ্ছে। সরকারের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থ সবাইকে পূণর্বাসন কার্যক্রমের আওতায় আনা হবে। সারা বিশ্বের মত আমাদের দেশও করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা করছে সরকার। সকল শ্রেণী-পেশার মানুষের জীবন ও জীবিকার সহায়তায় এগিয়ে আসা জননেত্রী শেখ হাসিনার মানবিক কার্যক্রম সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। একইভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবে। বন্যা আক্রান্ত সিংড়াসহ দেশের বিভিন্ন এলাকাতে বানভাষি মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানকারী সকল মানুষের জন্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পানি নেমে না যাওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন। প্রয়োজনে আরো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।