নিজস্ব প্রতিবেদক:
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে নিয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে বাঁধন, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ইউনিট, নাটোর, রাজশাহী জোন।
এসময় উপস্থিত ছিলেন, বাঁধন রাজশাহী জোনের জোনাল প্রতিনিধি, মো. মাহফুজ, সাধারণ সম্পাদক রনি ইসলাম, জোনাল এ্যাডভাইজার ফখরুল ইসলাম রাজন, সহ-সভাপতি কাবিল উদ্দিন কাফি, উপদেষ্টা এহসানুল কবির বাঁধন প্রমুখ।