নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ৬ কসমেটিকস দোকানীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এসব দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বিএসটিআই।
সিংড়া পৌর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নকল প্রসাধনী, মূল্য লেখা না থাকা ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় মাদ্রাসা মোড়ের রংধনু কসমেটিকসকে ১০ হাজার, তিন ভাই ষ্টোরকে ২ হাজার, তিন ভাই ষ্টোর-২ কে ১০ হাজার, ঢাকা ষ্টোরকে ৫ হাজার, খাদিজা কসমেটিকসকে ১০ হাজার ও ভাই-বোন ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের পরিদর্শক আবুল কায়েম, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী রকিবুল হাসান রিপন, সিংড়া থানার উপ-পরিদর্শক আঃ হাই প্রমুখ।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম বলেন, প্রত্যেক দোকানীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।