নিজস্ব প্রতিবেদক:
সিংড়া উপজেলার কলম ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছেন একদল যুবক। তাদের উদ্দেশ্য মাদক মুক্ত যুব সমাজ বিনির্মাণ করা। কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা’র নেতৃত্বে মাদকের বিরুদ্ধে ছুটছেন তাঁরা। এ সময় উপস্থিত থাকছেন কলম মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক সাইদুর রহমান ভাসানী প্রমুখ। প্রতিদিন কলম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে তারা মাদক বিরোধী সমাবেশ করছে। এসময় স্থানীয় ইউপি সদস্য,মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ছাত্র-যুবকরাসহ কলম মাদক প্রতিরোধ কমিটির সদস্য ফজর, রুহুল, সৈকত উপস্থিত থাকছেন। যুবলীগ নেতা ও মাদক বিরোধী সমাবেশের উদ্দোক্তা মাসুদ রানা বলেন,মাদক থেকে যুব সমাজকে রক্ষার জন্য তাঁদের ক্ষুদ্র প্রয়াস। এজন্য সকলের সহযোগিতা আশা করেন তিনি। কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, মাদক একটি মরণব্যাধি। বর্তমানে এর ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংসের পথে। কলম ইউনিয়নে যারা মাদকের বিরুদ্ধে সমাবেশ করছে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা থাকবে। মাদক নির্মূলে কলমবাসী ঐক্যবদ্ধ।