নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখন দেশের প্রতিটি উৎসব পালন হচ্ছে জাঁকজমক পূর্ণভাবে। দুর্গা পূজাও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি আজ নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ৯৯টি মন্ডপের অনুকুলে ৪৯ মেঃ টন ৫শ’ কেজি চাউলের ডিও বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৬জন দুস্থ মানুষকে ৩লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।