নাটোরের সিংড়ায় জয়নগর-তাজপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের জায়গা নিজ দলীয় ব্যক্তির নামে লিজ দেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
অভিযোগ উঠেছে প্রায় ৩০টি পজিশন বিক্রি করা হয়েছে ৩০ লক্ষ টাকার বিনিময়ে। ইতোমধ্যে ১৮ লক্ষ টাকা লেনদেন হয়েছে। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যক্তি।
স্থানীয়রা জানায়, নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের জয়নগর-তাজপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠের উত্তর পাশে নাগর নদীর তীরবর্তী স্কুলের নিজস্ব জায়গায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রভাব খাটিয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল, ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতা এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির নামে বরাদ্দ প্রদান করে। প্রায় ৩০টি দোকান পজিশন বিক্রির অভিযোগ রয়েছে।
ইতোমধ্যে ১৮টি পজিশন বিক্রির ১৮ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অথচ বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে জানানো হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, স্কুল ম্যানেজিং কমিটি শত শত মানুষের সামনে প্রকাশ্য ডাকের মাধ্যমে পজিশন লিজ দেয়। আমি সেখানে উপস্থিত ছিলাম মাত্র। কোন অর্থনৈতিক লেনদেনের সাথে আমার সম্পৃক্ততা নেই। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে একটা পক্ষ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু জানান, সহকারি কমিশনার (ভূমি) এর মাধ্যমে তদন্ত চলছে, রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।