নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বামিহাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে রাতের আঁধারে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে যৌনকর্মী ও বিদ্যালয়ের নৈশ প্রহরীসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার গভীররাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বামিহাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে গভীর রাতে যৌনকর্মীকে নিয়ে প্রবেশ করে স্থানীয় দুই যুবক। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে নৈশ প্রহরীর কক্ষ থেকে যৌন কর্মীসহ ৪ জনকে আটক করে পুলিশে দেয়। আটককৃতরা হলেন নৈশ প্রহরী জিন্নাত,বামিহাল শিবতলার ইদ্রিস আলী , লক্ষীখোলা গ্রামের ভুটু ও রাজশাহী জেলার রাজপাড়া এলাকার যৌনকর্মী।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।