নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, শাহাদত হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসান ডাবলু, যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, খালেক বিশ্বাস, ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সদস্য সচিব আমিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভার্চুয়ালী যুক্ত হয়ে সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চায়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীনের নিঃশর্ত কারামুক্তি দাবি করেন নেতাকর্মীরা।