নিউজ ডেস্কঃ
সিলেটের বিশ্বনাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য, ঔষধ, ট্রেড লাইসেন্স না থাকা, নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে উপজেলা সদরের নতুন বাজার ও পুরান বাজারে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
(৩০ জুলাই) মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের হাকিম ফাতেমা তুজ জোহরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
এ সময় উচ্চ আদালতে নিষিদ্ধ ঘোষিত পণ্য বাজার থেকে সরিয়ে নিতে ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করা হয়।
জরিমানা দেয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- ফারুক এন্ড ব্রাদার্স ২ হাজার, ফৌজিয়া ড্রাগ সেন্টার ৫শত, আলী কটন হাউস ১ হাজার, হেলাল ট্রেডার্স ২ হাজার, মা মনি পেইন্ট এন্ড হার্ডওয়ার ২ হাজার, রুমেল বস্ত্রালয় ১ হাজার ৫শত ও বদরুল ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনাকালে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।