সুনামগঞ্জে সংখ্যালঘু (হিন্দু) পল্লীতে হামলা ভাংচুর ও হিন্দু মন্দিরে হামলার,লুটপাতের প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সাবেক সাধারণ সম্পাদক নগেন্দ্র চন্দ্র রায়, উপদেষ্টা খগেন্দ্র নাথ সাহাসহ নেতৃবৃন্দ। বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এভাবে বিনা কারণে প্রকাশ্যে হিন্দুদের ৮৮ বাড়ী ঘরে হামলা ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। শুধু বাড়ী ঘরেই নয় হিন্দুদের ৫টি মন্দিরেও হামলা, ভাংচুর ও লুটপাত করা হয়।
এসকল ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থার দাবী জানান তারা। অপরদিকে লালপুর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার ব্যানারে একই দাবীতে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ পরিমল কুন্ডু সহ নেতৃবৃন্দ। এ সময় দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীসহ অন্যান্যরা।