ডেস্ক নিউজ
ঢাকার কলাবাগানের বহুল আলোচিত তেঁতুলতলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন বয়সি মুসলমানরা অংশ নেন।
ঈদ জামাতকে কেন্দ্র করে মাঠে টানানো হয় সুন্দর সামিয়ানা, আর বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো।
তেতুঁলতলা মাঠে ঈদ জামাত হওয়া নিয়ে কলাবাগান থানার ওসি পরিতোষ সাহা বলেন, আগে এখানে জামাত হত কি না, তা আমার জানা নেই এবং শুনিনি।
১ বিঘা ক্ষেত্রফলের সরকারি জমি তেঁতুল তলা মাঠে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করার পাশাপাশি এলাকার নানা সামাজিক অনুষ্ঠান হয়ে আসছিল।
সম্প্রতি ওই মাঠটিতে কলাবাগান থানার ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়। পরে পরিবেশবাদী ও অধিকারকর্মীদের আন্দোলনের মুখে মাঠ রক্ষা হয়।