১ অক্টোবর থেকে সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট শুরুর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এর আগে দরকার হবে ল্যান্ডিং পারমিশন। সোমবার এসব কথা জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।
তিনি জানান, ল্যান্ডিং পারমিশন নিশ্চিত হলেই ফ্লাইট ঘোষণা করা হবে। সেইসঙ্গে ফ্লাইট ঘোষণার আগে টিকিট কাউন্টারে ভিড় না করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন মোকাব্বির হোসেন।
তিনি আরো জানিয়েছেন, যাদের আগে টিকিট কাটা আছে তারাই প্রথমে আসন বরাদ্দের সুযোগ পাবেন। আপাতত মিলবে না নতুন টিকিট।
এর আগে গত সপ্তহে শর্ত সাপেক্ষে সৌদি আরব বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সেই অনুযায়ী বিমানও ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু ফ্লাইট পরিচালনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তখন ফ্লাইট স্থগিত করার কথা জানায় সংস্থাটি।