নিজস্ব প্রতিবেদক:
নিজ স্ত্রীর মাথা কেটে সেই মাথা স্কুল ব্যাগে ভরে নিয়ে থানায় হাজির হলেন এক যুবক। এ ঘটনা ঘটে সোমবার (২৭ মে) ভোর ৬টায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনায়। মূলত আত্মসমর্পণ করতেই স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির হন সেই যুবক।
ভারতীয় গণমাধ্যমের খবর, ভোরবেলায় হঠাৎই এক যুবক ভারতের পাথরপ্রতিমা থানায় ঢুকে পড়েন। এরপর অভিজিৎ দাস নামে ওই যুবক আত্মসমর্পণ করে জানান, তিনি তার স্ত্রীর গলা কেটে খুন করেছে, এমনকী পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে কাটা মাথা বের করে তা দেখান পুলিশ অফিসারকে। পাশাপাশি বলেন তাকে যেন গ্রেফতার করা হয়। আচমকা এমন ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক কর্তব্যরত পুলিশ সদস্যরা।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ওই দম্পতির ৩ বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনা জানাজানি হতেই মৃতদেহর কাছে পৌঁছায় পুলিশ। দেখা যায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে নারীর দেহ। যুবককে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিণতি, কেন এমন নির্মমভাবে খুন করা হল ওই নারীকে তা এখনও জানা যায়নি।