নিউজ ডেস্ক:
বাংলাদেশ কর্ম কমিশন (বিপিএসসি) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ২৭টি বিষয়ে অধ্যাপক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারেন।
পদের নাম: অধ্যাপক (ইউরোলজি)। পদসংখ্যা: ২
২. পদের নাম: অধ্যাপক (বায়োকেমিস্ট্রি)। পদসংখ্যা: ২
৩. পদের নাম: অধ্যাপক (অ্যানাটমি)। পদসংখ্যা: ২
৪. পদের নাম: অধ্যাপক (অফথালমোলজি)। পদসংখ্যা: ৪
৫. পদের নাম: অধ্যাপক (প্যাথলজি)। পদসংখ্যা: ৪
৬. পদের নাম: অধ্যাপক (কার্ডিওলজি)। পদসংখ্যা: ৩
৭. পদের নাম: অধ্যাপক (কমিউনিটি মেডিসিন)। পদসংখ্যা: ২
৮. পদের নাম: অধ্যাপক (সার্জারি)। পদসংখ্যা: ৩
৯. পদের নাম: অধ্যাপক (ইএনটি)। পদসংখ্যা: ৩
১০. পদের নাম: অধ্যাপক (নিওনেটলজি)। পদসংখ্যা: ২
১১. পদের নাম: অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি)। পদসংখ্যা: ৪
১২. পদের নাম: অধ্যাপক (গাইনি)। পদসংখ্যা: ২
১৩. পদের নাম: অধ্যাপক (সাইকিয়াট্রি)। পদসংখ্যা: ১
১৪. পদের নাম: অধ্যাপক (শিশু সার্জারি)। পদসংখ্যা: ১
১৫. পদের নাম: অধ্যাপক (পেডিয়াট্রিক)। পদসংখ্যা: ২
১৬. পদের নাম: অধ্যাপক (পেডিয়াট্রিক নেফ্রোলজি)। পদসংখ্যা: ১
১৭. পদের নাম: অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি)। পদসংখ্যা: ২
১৮. পদের নাম: অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি)। পদসংখ্যা: ১
১৯. পদের নাম: অধ্যাপক (নিউরোলজি)। পদসংখ্যা: ২
২০. পদের নাম: অধ্যাপক (ফার্মাকোলজি)। পদসংখ্যা: ১
২১. পদের নাম: অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং)। পদসংখ্যা: ২
২২. পদের নাম: অধ্যাপক (ফিজিওলজি)। পদসংখ্যা: ২
২৩. পদের নাম: অধ্যাপক (নেফ্রোলজি)। পদসংখ্যা: ১
২৪. পদের নাম: অধ্যাপক (হেমাটোলজি)। পদসংখ্যা: ১
২৫. পদের নাম: অধ্যাপক (রেডিওথেরাপি)। পদসংখ্যা: ১
২৬. পদের নাম: অধ্যাপক (নিউরো সার্জারি)। পদসংখ্যা: ১
২৭. পদের নাম: অধ্যাপক (ফরেনসিক মেডিসিন)। পদসংখ্যা: ৩
আবেদন শুরু: আবেদন শুরু হবে ২৩ মে সকাল ১০টা থেকে। শেষ হবে আগামী ২৭ জুন সন্ধ্যা ছয়টায়।