নাটোর প্রতিনিধি: স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক না পড়ায় নাটোরে ৪০ জনের দুই ঘন্টা করে প্রতিকি কারাদন্ড দিয়েছে পুলিশ সুপার লিটন কুমার সাহা।
আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় মসজিদের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, কোভিড-১৯ এর ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ। সমগ্র জেলায় মাস্ক ছাড়া কোন যানবাহনে কেউ চলাচল করতে পারবেন না। জনসমাগমের স্থানসমূহেও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে পুলিশের সদস্যবৃন্দ। শহরে ঢোকার পথে বনবেলঘড়িয়া বাইপাস মোড়, বড়হরিশপুর বাইপাস মোড় এবং দিঘাপতিয়া মোড়ে পুলিশের তিনটি চেকপোস্ট কাজ করবে। মাস্ক পরিধান ব্যতিত কাউকে শহরে প্রবেশ করতে দেয়া হবে না এবং সংশ্লিষ্টদের অপেক্ষমাণ অবস্থায় রাখা হবে। ঘন্টাব্যাপী জেলা পুলিশের এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম,জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বিকর্ণ কুমার চৌধুরী প্রমুখ।