নাটোরে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনার প্রতিবাদে এবং বাজেট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। আজ শনিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সুখময় রায় বিপলু, সদস্য সচিব দেবাশীষ রায় ও সদস্য আলতাব হোসেন।
এ সময় বক্তারা স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে ও বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি করে বলেন, মন্ত্রী নিজে অফিস না করলেও তার অধস্তনদের অফিস করতে বাধ্য করছেন। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার নাজুক অবস্থা হয়ে পড়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার দিক বিশেষ নজরদারীর জন্য তারা দাবী জানানো হয়।