নিজস্ব প্রতিবেদক:
বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমুল্যের উর্ধগতি,তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবীতে পদযাত্রা করেছে নাটোর জেলা বিএনপি। আজ শনিবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতা কর্মিরা পদযাত্রা বের করে। পদযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে সমবেত হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ,যুগ্ম আহব্বায়ক কাজী শাহ আলম,বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন। সমাবেশে বক্তারা বলেন, এই অন্ধকার শেষ হলেই নতুন সুর্যের মুখ দেখবে নাটোরবাসী। আর সেই নতুন সুর্য হচ্ছে গণতন্ত্র। এই আওয়ামী লীগ সরকারের পতন না হলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেনা এমন কি গণতন্ত্রও মুক্তি পাবেনা। তাই আমরা এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
এদিকে সমাবেশ পূর্বে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিএনপি নেতারা দাবী করেন ছাত্রলীগের নেতারা তাদের তাদের পদযাত্রা ভুন্ডল করতে এই ককটেল বিস্ফোরন করে এলাকায় আতংক ছড়িয়েছে।