নিজস্ব প্রতিবেদক:
ট্রাক চালিয়ে ঢাকা থেকে নাটোরে নিজ বাড়ীতে ফেরার পথে গাজীপুরে ২৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন ট্রাক চালক শাহ নেওয়াজ। আজ রবিবার দুপুরে নাটোর সদর থানায় আনুষ্ঠানিকভাবে টাকার প্রকৃত মালিক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারইগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে লিটন মিয়ার হাতে তুলে দিলেন। দরিদ্র ট্রাক চালক এতোগুলো টাকা হাতে পেয়েও ফিরিয়ে দেওয়ায় অন্যন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন শাহ নেওয়াজ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারইগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে লিটন মিয়া গত ২৯ এপ্রিল সকাল ৮টা ২০ মিনিটে মোটর সাইকেলে গাজীপুর চৌরাস্তায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে তার কাছে থাকা নগদ ২৫ লাখ টাকাসহ ব্যাগটি অসাবধানতা বসত পড়ে যায়। এ সময় ওই পথ দিয়ে নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার জাফর উল্লাহর ছেলে শাহ নেওয়াজ ট্রাক চালিয়ে আসার সময় ব্যাগটি কুড়িয়ে পান। সে সময় টাকার মালিককে খুঁজে না পেয়ে তিনি নাটোরে ফিরে এসে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান। এরপর নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে সদর থানা পুলিশ সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেন। অবশেষে পুলিশ হারিয়ে যাওয়া টাকার প্রকৃত মালিককে নাটোর থানায় ডেকে নিয়ে এসে যাচাই বাছাই করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।