ভিক্ষাবৃত্তিতেও সোশ্যাল মিডিয়ার সাহায্য ৷ ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম মত সোশ্যাল সাইটের উপর নির্ভর করেই এমন ঘটনাটি ঘটেছে ৷
সৌদি আরব এমিরেটসে এক মহিলা অনলাইনে ভিক্ষা করে ১৭ দিনে ৩৫ (৫০ হাজার ডলার) লক্ষ টাকা রোজগার করেছেন ৷
মানুষকে ফাঁদে ফেলতে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে ইমোশনাল বা আবেগ তাড়িত ছবি পোস্ট করতেন ৷
সোশ্যাল মিডিয়ায় মহিলার জীবনের দুঃখের কাহিনি এই উপরে নির্ভবর করে ১৭ দিনে ৩৫ লক্ষ টাকা রোজগাড় করেছেন ৷
ইউএই একটি সংবাদপত্র খলিজ টাইমসের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে দুবাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বা অপরাধ দমন শাখার পক্ষ রিপোর্টে প্রকাশিত ওই মহিলা তাঁর শিশুদের ছবি শেয়ার করে আবেগতাড়িত করেছেন ৷ তবে ওই নারীর বয়স ও জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ।
দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জামাল আল সলিম আল জালাফ বলেন, অনলাইনে ভিক্ষাবৃত্তির জন্য ই-ক্রাইম প্ল্যাটফর্মে অভিযোগ জানানো যায়। মানুষ যাতে মহানুভবতার সুযোগ নিতে না পারে, এ জন্য অনলাইনে দান করার আগে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গত রোজার মাসে দেশটিতে ১২৮ ভিক্ষুককে আটক করা হয়েছে।
দুবাই পুলিশের সাইবার অপরাধ বিভাগের ডেপুটি পরিচালক ক্যাপ্টেন আবদুল্লাহ আল সেহি বলেন, অনলাইনে ভিক্ষা করা দেশটিতে শাস্তিযোগ্য অপরাধ। এতে জেল বা জরিমানার বিধান রয়েছে।
সূত্রঃ News18, prothomalo