ডেস্ক নিউজ
সারা দেশের কমিটি গঠন নিয়ে নেতাদের বিরূপ প্রতিক্রিয়ার শিকার বিএনপি। কমিটিতে অনিয়মের জের ধরে প্রায় প্রতিদিনই তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা পদত্যাগ করছেন। সেই ধারাবাহিকতায় আহ্বায়ক কমিটিতে অনিয়মের জের ধরে বিএনপি থেকে পদত্যাগ করেছেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১৯ সদস্য।
জানা গেছে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গত ১৭ অক্টোবর আড়ানী পৌর বিএনপির ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এই কমিটি পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পৌর কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়। সে মোতাবেক কমিটি গঠন করার পর হঠাৎ পৌর কমিটির ৪৭ জন সদস্যের মধ্যে ১৯ জন্য সদস্য পদত্যাগ করেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম, সদস্য তোজাম্মেল হক, মিলন প্রামাণিক, আবদুর রাজ্জাক তুফান, আবদুল আউয়াল, জিয়াউল হক জিয়া, নওশাদ সরদার, আনোয়ার হোসেন আনার, নুর ইসলাম স্বপন, আলামিন, জনাব আলী, কল্লোল আলী, উৎসব আলী, জাহাঙ্গীর আলম, রুবেল আহম্মেদ, মুক্তার আলী, হায়দার আলী, মোমিন সরকার, রুহুল আমিন।
এ বিষয়ে আড়ানী পৌর বিএনপি কমিটির যুগ্ম আহ্বায়ক সুজাদ আহম্মেদ তুফান বলেন, কী কারণে নেতারা পদত্যাগ করেছেন এটা আমার জানা নেই। ইতোমধ্যেই পদত্যাগ করার আগে তাদের নিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
পদত্যাগকারী সদস্য মিলন প্রামাণিক বলেন, নিয়ম অনুযায়ী কমিটি গঠন না করায় পদত্যাগ করেছি। কমিটিতে অযোগ্যদের জায়গা দেয়া হয়েছে। কিন্তু যারা ত্যাগী তালিকায় তাদের কোনো নাম-গন্ধই নেই। আমরা এর প্রতিবাদে বিএনপি থেকে পদত্যাগ করেছি। বিএনপির রাজনীতি এখন আদর্শচ্যুত। সারা দেশে একনজর তাকালেই তা বুঝতে পারবেন।