নিউজ ডেস্ক
দেশের সাধারণ ভোক্তাদের ভেজালমুক্ত খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী ভেজালবিরোধী অভিযান জোরদার করেছে সরকার। খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভেজাল রোধে দেশের মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার।
তারই ধারাবাহিকতায় রাজধানীর কদমতলি এলাকায় অনুমোদনহীন ভেটেরিনারি অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ উৎপাদন ও বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণ করার দায়ে মেসার্স জননী এগ্রোভেট অ্যান্ড কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।
২৩ জুন রাজধানীর কদমতলি এলাকায় অনুমতিহীন-ভাবে গড়ে তোলা এই প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদফতর ও র্যাব-৩। ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহুল আমিন জানান, জরিমানা অনাদায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে ৩ মাসের জেল প্রদান করা হবে। ওই প্রতিষ্ঠানে থাকা আনুমানিক ৫ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়।
অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারউজ্জামান, ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।