ডেস্ক নিউজ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে হোয়াইক্যং বাজার থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক আব্দুল হামিদ হ্নীলা ইউপি মুচনী রোহিঙ্গা ১৬ নম্বর ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রাতে হোয়াইক্যং বাজারে মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
তিনি আরো জানান, এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।