তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, অসহায় দরিদ্র মানুষের টাকা বিতরণে কোন অনিয়ম সময় সহ্য করা হবে না। কোন অনিয়ম বা দুর্ণীতি হলে সে জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সিংড়া পৌরসভার আয়োজনে দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে সিংড়া পৌরসভা ও ১২টি ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে ঈদুল ফিতরের নগদ ৪৫০টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি মানুষকে ভাল রাখার জন্য ভ্যাকসিন ক্রয় করার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে। তাছাড়া এই করোনাকালীন সময়ে যাতে কোন কাজ যেন থেমে না থাকে, সেজন্য প্রযুক্তির সহায়তায় সকল কার্যক্রম চালু রাখা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে সাধারণ মানুষ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীরে সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সিংড়া পৌরসভা ও ১২টি ইউনিয়নের অনুকূলে ২৪ হাজার ৫১০ কার্ডধারীর মাঝে ৪৫০ টাকা করে মোট ১ কোটি ১১লাখ টাকা বিতরণ করা হয়।