ডেস্ক নিউজ
করোনাভাইরাস সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগে গাজীপুরের এক অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত।
দণ্ডিত মো. কাইয়ুম সরকার গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নেওয়ার সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা দেন বলে জানান গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুর সদরের ইউএনও আব্দুল্লাহ আল জাকী। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী।সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী এ দণ্ড দেন।
গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, করোনার কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশনা রয়েছে। ওই অধ্যক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নিচ্ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।