ডেস্ক নিউজ
আজ কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। আগেই দল কিছুটা গুছিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি খেলোয়াড় নিলাম থেকে কিনবে তারা।
প্রতিটি দল খেলোয়াড় কেনার পেছনে খরচ করতে পারবে মোট ৮৫ কোটি ভারতীয় রুপি। এরই মধ্যে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়া মিলিয়ে সেখান থেকে কিছু খরচ তারা করে ফেলেছে। বাকি টাকা নিয়েই এবারের নিলামে নামবে দলগুলো।
এবার সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। খেলোয়াড় কিনতে তাদের হাতে আছে ৪২.৭০ কোটি ভারতীয় রুপি। তার পরেই আছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের মালিকানায় থাকা দলটির কাছে আছে ৩৫.৬৫ কোটি রুপি।
আসুন, এক নজরে দেখে নেওয়া যাক কত টাকা নিয়ে নিলামে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো—
চেন্নাই সুপর কিংস
খেলোয়াড় কিনতে পারবে : ৫ জন (দেশি ৩ জন ও বিদেশি ২ জন)
এরই মধ্যে খরচ করেছে : ৭০.৪০ কোটি রুপি।
নিলামে খরচ করতে পারবে : ১৪.৬০ কোটি রুপি।
দিল্লি ক্যাপিটালস
খেলোয়াড় কিনতে পারবে : ১১ জন (দেশি ৬ জন ও বিদেশি ৫ জন)
এরই মধ্যে খরচ করেছে : ৫৭.১৫ কোটি রুপি।
নিলামে খরচ করতে পারবে : ২৭.৮৫ কোটি রুপি।
কিংস ইলেভেন পাঞ্জাব
খেলোয়াড় কিনতে পারবে : ৯ জন (দেশি ৫ জন ও বিদেশি ৪ জন)
এরই মধ্যে খরচ করেছে : ৪২.৩০ কোটি রুপি।
নিলামে খরচ করতে পারবে : ৪২.৭০ কোটি রুপি।
কলকাতা নাইট রাইডার্স
খেলোয়াড় কিনতে পারবে : ১১ জন (দেশি ৭ জন ও বিদেশি ৪ জন)
এরই মধ্যে খরচ করেছে : ৪৯.৩৫ কোটি রুপি।
নিলামে খরচ করতে পারবে : ৩৫.৬৫ কোটি রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স
খেলোয়াড় কিনতে পারবে : ৭ জন (দেশি ৫ জন ও বিদেশি ২ জন)
এরই মধ্যে খরচ করেছে : ৭১.৯৫ কোটি রুপি।
নিলামে খরচ করতে পারবে : ১৩.০৫ কোটি রুপি।
রাজস্থান রয়্যালস
খেলোয়াড় কিনতে পারবে : ১১ জন (দেশি ৭ জন ও বিদেশি ৪ জন)
এরই মধ্যে খরচ করেছে : ৫৬.১০ কোটি রুপি।
নিলামে খরচ করতে পারবে : ২৮.৯০ কোটি রুপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
খেলোয়াড় কিনতে পারবে : ১২ জন (দেশি ৬ জন ও বিদেশি ৬ জন)
এরই মধ্যে খরচ করেছে : ৫৭.১০ কোটি রুপি।
নিলামে খরচ করতে পারবে : ২৭.৯০ কোটি রুপি।
সানরাইজার্স হায়দ্রাবাদ
খেলোয়াড় কিনতে পারবে : ৭ জন (দেশি ৫ জন ও বিদেশি ২ জন)
এরই মধ্যে খরচ করেছে : ৬৮ কোটি রুপি।
নিলামে খরচ করতে পারবে : ১৭ কোটি রুপি।