নিজস্ব প্রতিবেদক:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সাড়ে ১৫ বছর বাংলাদেশের খেলাধুলা,ক্রিকেট, ফুটবলকে রাজনীতিকরন করা হয়েছিল। রাজনীতিকে যেভাবে আওয়ামী লীগ করন করা হয়েছিল, এই জায়গা থেকে বের হয়ে খেলাধুলাকে সকলের জন্য করা হবে। আওয়ামী লীগ করলেই আপনি ক্রিকেটার,ফুটবলার সহ যেকোন খেলোয়ার হবেন তা নয়। আপনার যোগ্যতা দিয়ে আপনারা খেলোয়ার হবেন। খেলাধুলা সকলের জন্য উন্মুক্ত। তিনি আজ রবিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা মাদ্রাসা মাঠে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ জেলা ও উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহন করে। আজকের ফাইনাল খেলায় খোলাবাড়িয়া ফুটবল একাদশ ২-০ গোলে দিঘা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলকে ৬৫ হাজার টাকার চেক মানি ও পরাজিত দলকে ৩৫ হাজার টাকার চেক মানি তুলে দেওয়া হয়।