নিজস্ব প্রতিবেদক:
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই হবে। বিএনপি নির্বাচনে না আসলে দলের অস্তিত্ব থাকবেনা। ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে দেশের মানুষকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে বিএনপি সারাদেশকে কারাগারে পরিণত করেছিল। আগুন সন্ত্রাস করে, দূর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে, এতিমের টাকা আত্মসাতের দায়ে বিএনপি গণধিকৃত দলে পরিণত হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা, যোগ্যতা আর দক্ষতায় বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে বিশ্বে রোল মডেল। অসহায় ভূমিহীন-গৃহহীন মানুষের জমিসহ গৃহ নির্মাণ, দুর্যোগ মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখাসহ সকল কাজে তিনি প্রশংসিত। শেখ হাসিনার কোন তুলনা হয়না। তিনি সারা বিশ্বে মানবতার মা। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া তো বটেই, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মত মেধা ও প্রজ্ঞা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রয়েছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের জন্যে অপরিহার্য নয়, দেশের সাড়ে ষোল কোটি মানুষের জন্যেও অপরিহার্য। তাই আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ আবারো পঞ্চম বারের মত শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচিত করবে।
তিনি শনিবার সিংড়া পৌরসভায় ৪১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার শহর রক্ষা বাঁধ, এক কিলোমিটার ফ্লাড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ এবং ১৬ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন উপলক্ষে একথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ মোঃ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের বিভিষিকাময় দুঃশাসন এদেশের মানুষ দেখেছেন। তারা দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। উন্নয়নহীনতা আর দূর্নীতির রাহুগ্রাস থেকে দেশের মানুষকে মুক্ত করতে সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম শুরু করা হয়। ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে পাল্টে গেছে দেশের অবস্থান। বিগত ১৩ বছরে স্থানীয় উন্নয়নের বিবরণ দিয়ে বলেন, আমরা দেশের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছি, তারা আর অন্ধকার সময়ে ফিরে যাবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি মো. ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. জামিল আকতার, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী প্রমুখ।