নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র খায়রুজ্জামান লিটন বলেছেন “আগামী সংসদ নির্বাচন নিয়ে বিশ্বের বড় বড় দেশ নানা কথা বলায় বিএনপি ভাবছে তারা ক্ষমতায় এসেই গেছে। কিন্তু রাজনীতির কত কলা, কত ছলা-কলা এটা বিএনপি এখনও বুঝতে পারেনি। কিছুদিন পরেই তারা বুঝতে পারবে যে এ ধরনের রাজনীতি করে আর যাই হোক আওয়ামী লীগের মত বট গাছকে উপড়ে ফেলা সম্ভব নয়। অনেকেই চেষ্টা করেছে কিন্তু সম্ভব হয়নি। আর হবেও না ইনশাল্লাহ।” মেয়র লিটন আজ রবিবার বিকেলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় এসব কথা বলেন। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ।