নিজস্ব প্রতিবেদক:
ত্রি-বার্ষিক সম্মেলনের দিন পুনর্বিবেচনা সহ আট দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মিরা। আজ সোমবার সকাল ১০ টার দিকে তমালতলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মিরা।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, আগামী ২৬ জুলাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। কিন্তু সেই দিনটিতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সমস্যা থাকায় তারা সেদিন সম্মেলন করতে চায়না। এজন্য আগামী ২৬ তারিখ দিনটি পরিবর্তনের দাবী সহ অন্যন্য দাবীগুলো হল সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে রাখা যাবেনা,যারা নৌকার বিরোধীতা তাদের সম্মেলনে রাখা সহ তাদের কোন পদ পদবী না দেওয়া ,ডেলিগেটদের সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করা সহ ৮টি দাবী জানানো হয়। তাদের ৮ দফা দাবী মানা না হলে তারা ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হবেন না বলে ঘোষনা দেন।