নওগাঁর আত্রাই থেকে অস্ত্র ও মাদক সহ সাজ্জাদ চৌধুরী রিপন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,সিপিসি-২। আজ সোমবার রাতে জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত সাজ্জাদ চৌধুরী রিপন ওই এলাকার গোলাম মোস্তফা বাদলের ছেলে।
র্যাব-৫ এর সহকারী পরিচালক রাজশাহী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সিপিসি-২ নাটোর, র্যাব-৫, রাজশাহী ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল সোমবার রাতে নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সেখান থেকে মাদক ব্যবসায়ী সাজ্জাদ চৌধুরী রিপনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশী রিভলবার,দুই রাউন্ড গুলি, ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে সে স্বীকার করে বলেন তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক বিক্রয়ের জন্য তার হেফাজতে রেখেছিল। এঘটনায় নওগাঁর আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আটককৃত সাজ্জাদ চৌধুরী রিপনকে থানায় সোপর্দ করা হবে।