আত্রাই নদীর ওপর একটি ব্রিজ না থাকায় এর উভয় তীরে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ও নওগাঁর আত্রাই উপজেলার থলওলমা এলাকার ৩৫টি গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ বিচ্ছিন্ন জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে দাবী জানিয়েও এর কোন সমাধান পাচ্ছে না তারা। ফলে উভয় এলাকার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। এতে করে চরম দূর্ভোগ পোহাতে হয় শিক্ষাথী,রোগী সহ সব ধরনের মানুষকে। এ অবস্থায় এলাকার ভুক্তভোগী আবাল-বৃদ্ধ-বনিতাসহ হাজারো মানুষ তাদের দাবী পূরনে মঙ্গলবার নদীটির উভয় তীরে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন আলমগীর হোসেন, আলহাজ্ব সিরাজুল ইসলাম, সজিব শেখসহ এলাকাবাসি। বক্তারা বলেন, একটি ব্রীজের অভাবে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন ও আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ৩৫টি গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ বিচ্ছিন্ন জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে ব্রীজের দাবিতে আন্দোলন করেও সমাধান পাচ্ছেনা এলাকাবাসী। ফলে তারা বিচ্ছিন্ন জীবন যাপন করছেন। নদী পাড়াপারের একমাত্র মাধ্যম নৌকা সব সময় পাওয়া যায় না। নদীর এক পাড়ের মানুষ জরুরী প্রয়োজনেও সহজে অপর পাড়ে যেতে পারছে না। এতে করে প্রতিনিয়ত শিক্ষাথী,রোগী সহ সব ধরনের মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত এ সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের কাছে দাবী জানান বক্তারা।