ডেস্ক নিউজ
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিখ্যাত ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনোক) বিল্ডিংয়ে বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় অ্যাডনোক বিল্ডিংয়ে লাল সবুজের পতাকা প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
রাষ্ট্রদূত মো. আবু জাফর সমকালকে জানান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস ঘিরে তারা সম্মানসূচক অ্যাডনোক বিল্ডিংয়ে লাল সবুজের পতাকা প্রদর্শন করে।
এর আগেও ২০১৯ সালে অ্যাডনোক বিল্ডিং সহ দুবাইয়ের উঁচু ভবন বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হয়েছিল।