নিউজ ডেস্কঃ
চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মি ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ইউএনও আব্দুল্লাহ আল মামুন।
বৃস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ আয়োজিত ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ইউএনও আব্দুল্লাহ আল মামুনের বদলিজনিত এ বিদায় সংবার্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আব্দুল আলীম,নারী ভাইস চেয়ারম্যবান শিরিনা আক্তার,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান হাজিজুর রহমান বাবু,মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান,পিপরুল ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন,বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।
বিদায়কালে ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
অতিথিদের বক্তব্য শেষে সহকর্মীরা বিভিন্ন উপহার দেন বিদায়ী ইউএনও’কে। তাদের বেশির ভাগের চোখেই ছিলো জল।
২০২০ সালের ৪ জুন ইউএনও আব্দুল্লাহ আল মামুন নলডাঙ্গা উপজেলায় যোগদান করেন।বর্তমানে তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করবেন।