ডেস্ক নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুম দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন।
আমিরাতের দুবাইয়ে দুবাই এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এই বৈঠক হয়।
দুই দেশের সম্পর্ককে ব্যাপক অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বৈঠকে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।
অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।