নাটোর প্রতিনিধি:
আম্বার আই টির ইন্টারনেট সার্ভিস এর নাটোর শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অর্ধ বঙ্গেশ্বরী রানী ভবানী রাজবাড়ীর রানী ভবানী মুক্তমঞ্চে আম্বার আই টি ইন্টারনেট সার্ভিস এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আম্বার আইটি স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি প্রণব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহমেদ সেলিম।