নিজস্ব প্রতিবেদক:
ইলিশ সম্পদ উন্নয়ন ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের শহরের একটি রেস্টুরেন্টে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক তোফাজউদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মাহাবুবুল আলম সহ নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও জেলার মৎস্য চাষীরা। অনুষ্ঠানে দেশের ইলিশ সম্পদ উন্নয়ন সহ জেলার মৎস্য সম্পদ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে বক্তারা বলেন, বর্তমানে ইলিশের উৎপাদন ৫.৫০ লক্ষ মেট্রিকটন। বিশ্বের প্রায় ৮০% ইলিশ বাংলাদেশে উৎপাদন হয়। এই ইলিশ সম্পদের সাথে সরাসরি ৫ লক্ষ এবং পরোক্ষভাবে ২০-২৫ লক্ষ মানুষ জড়িত রয়েছে। ইলিশ জেলেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য ইলিশ সম্পদের স্থায়িত্বশীল উৎপাদনের লক্ষ্যে দেশের ইলিশ সমৃদ্ধ ২৯ জেলার ১৩৪ টি উপকুলিয় উপজেলায় ২০২০ সালের অক্টোবর মাসে একনেক সভায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্প অনুমোদন হয় এবং ফেব্রুয়ারী ২০২১ হতে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও জেলেদের কিভাবে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে জড়িত করা যায় সেদিকগুলো তুলে ধরা হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, আমরা মাছে ভাবে বাঙ্গালী। আমরা মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে ২য় স্থান অর্জন করতে পেরেছি শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার কারনে। বর্তমান সরকার সকল শ্রেনী পেশার মানুষের জিবন জিবিকা নিয়ে সবসময় চিন্তা করেন। প্রধানমন্ত্রী জেলেদের নিয়ে কতটা চিন্তা করেন তার প্রমান বর্তমানে দেশের মাছের উৎপাদনই প্রমান করেছে। তিনি দেশের জেলেদের জন্য সবসময় বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। সেই প্রশিক্ষন নিয়ে দেশের মৎস্য চাষীসহ জেলেদের উন্নয়ন আজ দৃশ্যমান।সবশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন।