মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার আগেই বাধ্যতামূলক ১৬ থেকে ১৮ বছর বয়সীদের টিকাদান কর্মসূচির আওতায় আনলো ইসরায়েল।
রোববার থেকে শুরু হয় এ কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, সুস্থ অবস্থায় যেন তারা পরীক্ষায় বসতে পারে, সেটা নিশ্চিতেই এ প্রচেষ্টা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ১৯ ডিসেম্বর থেকে দেশটিতে শুরু হয় ফাইজার-বায়োএনটেকের টিকা প্রদান। দ্রুততম সময়ে ৯০ লাখ বাসিন্দার দেশটির ২৫ শতাংশ মানুষকে আনা হয়েছে টিকা কর্মসূচির আওতায়।
প্রথম দফায়, প্রবীণ এবং ঝুঁকিপূর্ণদের গুরুত্ব দেয়া হলেও এখন ৪০ বছরের নিচের ইসরায়েলিরাও গ্রহণ করতে পারবেন ভ্যাকসিন। আগামী মাসেই, স্বাভাবিক জীবনে ফিরতে বদ্ধ পরিকর ইসরায়েল; গতিশীল করা হবে অর্থনীতির চাকাও।