জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত নাটোরের উত্তরা গণভবনে কেক কেটে মুজিব জন্মশত বার্ষিকী পালন করেছে গণভবনে কর্মরত কর্মচারীরা। মঙ্গলবার সকালে উত্তরা গণভবনের মূল ফটকের সামনে ৫ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়। এসময় উত্তরা গণভবনের সহকারী ব্যবস্থাপক খাইরুল ইসলাম বাশার, কাউন্টার ইনচার্জ নূর মোহাম্মদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইব্রাহিম হোসেন, টিকিট চেকার নয়ন কুমার কুন্ডু, আরিফুল ইসলাম, ক্যামেরা অপারেটর নয়ন সরকার সহ গণভবনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।