একেই বলে মধুর প্রতিশোধ। গত বছর আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই মুম্বইকে হারিয়েই এবার আইপিএল অভিযান শুরু করল মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। শনিবার আবু ধাবিতে উদ্বোধনী ম্যাচে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। গত আইপিএলের ফাইনাল ধরলে পরপর পাঁচবার হারার পরে এই প্রথম মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল তারা।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে ক্যাপটেন ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে শেষের দিকের ওভারে একের এক এক উইকেট হারাতে থাকে মুম্বই। চাহর-এনগিদি’র দাপুটে বোলিংয়ে ১৬২ রানেই থেমে যেতে হয় তাদের।
শুরুটা বেশ ভালোই হয়েছিল মুম্বইয়ের। তাদের প্রথম উইকেট পড়ে ৪৬ রানের মাথায়। ৪.৪ ওভাবে ব্যক্তিগত ১২ রানে আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। পীযূষ চাওলার বলে মিড অফে সহজ ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। রোহিত আউট হওয়ার কিছুক্ষণ পরেই ব্যক্তিগত ৩৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন আর এক ওপেনার কুইন্টন ডি’কক। দলের মোট সংগ্রহ তখন ৪৮ রান। এর পরে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব এবং সৌরভ তিওয়ারি। সূর্যকুমারের সংগ্রহ ১৬ বলে ১৭ রান। চাহরের বলে আউট হন তিনি। এদিন মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন সৌরভ। তিনি ফিরে যাওয়ার সময় স্কোর বোর্ডে ছিল ১২১/৪ (১৪.১ ওভার)।
সৌরভের উইকেট হারানোর পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বইয়ের ব্যাটিং লাইন আপ। সেভাবে আর কেউ চেন্নাইয়ের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। যার ফলে চেন্নাইয়ের সামনে খুব বড় রানের লক্ষ্য দিতে ব্যর্থ হয় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৬২ রান।
চেন্নাইয়ের লুঙ্গি এনগিদি এদিন সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া দীপক চাহর এবং রবীন্দ্র জাডেজা পেয়েছেন ২টি করে উইকেট। কুরিয়ান এবং পীযূষ চাওলা একটি করে উইকেট পেয়েছেন।
অন্যদিকে, অল্প রান তাড়া করতে নেমেও মাত্র ৬ রানে দু’টি উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত যথাক্রমে ৪ এবং ১ রানে প্যাভিলিয়ানে ফেরেন ওয়াটসন এবং মুরলি বিজয়। যদিও ফ্যাফ ডু’প্লেসিস এবং আম্বাতি রায়ডুর দায়িত্বশীল ঝোড়ো ব্যাটিংয়ের উপরে ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় তারা। ৪৪ বলে ৫৮ রান করে নন-আউট থাকেন ডু’প্লেসিস। অন্যদিকে, ৪৮ বলে ৭১ রান আসে রায়ডুর ব্যাট থেকে। যার দৌলতে ৪ বল বাকি থাকতেই মাত্র ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ধোনি বাহিনী। দল জিতলেও ধোনি ভক্তরা হয়তো এদিন হতাশই হয়েছেন। শূন্য রানে নট আউট ছিলেন চেন্নাই অধিনায়ক। এদিন মুম্বইয়ের পাণ্ডিয়া, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ, রাহুল চাহর এবং পেটিনসন একটি করে উইকেট শিকার করেছেন।