নিজস্ব প্রতিবেদক:
নতুন বছরের প্রথম দিনেই নাটোরে মাধ্যমিক, এবতেদায়ী, ভকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার অনুষ্ঠান বই উৎসব পালিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
বই উৎসবে শিক্ষার্থীরা বলে, নতুন বই পেয়ে খুশী, আনন্দিত ও উদ্বেলিত। তারা আশা প্রকাশ করেন সারা বছর এই বইগুলো পড়ায় তারা মনোনিবেশ করবে এবং জাতি গঠনে ভবিষ্যতে অবদান রাখবে। প্রতিবছর এভাবেই তারা যেন হাতে পায় সেই দাবী জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।
অভিভাবকরা বলেন, তাদের সময় পুরাতন বই সংগ্রহ করে পড়াশুনা করতে হয়েছে। তারা কোন দিনই এভাবে বছরের প্রথম দিন বিনামুল্যে বই হাতে পায়নি। এখন তাদের সন্তানরা নতুন বই হাতে পেয়েছে এতেই তারা অনেক খুশি।
শিক্ষকরা বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে তারাও খুশি। আর নতুন বই পেয়ে শিক্ষার্থীদের পড়াশুনায় আগ্রহ বেড়ে যায়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন জানান, এবার জেলার সর্বমোট বইয়ের চাহিদা ২৯ লাখ ৩৮ হাজার ৬৬৯ সেট। এখন ৩০ শতাংশ বই তারা হাতে পেয়েছে। বাঁকী বই দ্রুত সময়ের মধ্যই পেয়ে যাবেন এবং শির্ক্থীদেও হাতে তুলে দিতে পারবেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বরাদ্ধ পাওয়া বই নিয়ে উৎসব মুখর পরিবেশে বই উৎসব শুরু হয়েছে। প্রথম সপ্তাহ থেকেই শিক্ষা কার্যক্রম চালু হবে।
স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,এমপি বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশনায় সারা দেশে একযোগে বই উৎসব হচ্ছে। বিশ্বের এই বৈশিক সমস্যার মধ্যও শহর বা গ্রাম সব শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।