নিজস্ব প্রতিবেদক:
যমুনার একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেয়েছেন মো. আজাদ আলী। নাটোরের সিংড়া পৌর শহরের ‘কৃষাণ ইলেকট্রনিক্স’ শো-রুম থেকে ফ্রিজটি কিনেছেন আজাদ আলী।
সোমবার দুপুরে ওই শো-রুমের প্রোপাইটর মো. রফিকুল ইসলাম আজাদ আলীর হাতে ফ্রি পাওয়া ফ্রিজটি তুলে দেন। আজাদ আলীর বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার নন্দীগাঁও গ্রামে। তিনি যমুনা ১৭০ লিটারের একটি ফ্রিজ কিনেন ২৮ হাজার ৮’শ টাকায়। এসময় ১৪৮ লিটারের আরেকটি ফ্রিজ ফ্রি পান তিনি।
আজাদ আলী জানান, তিনি সোমবার একটি ফ্রিজটি কিনেছেন। ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেয়ে তিনি খুব খুশি।
কৃষাণ ইলেকট্রনিক্সের প্রোপাইটর রফিকুল ইসলাম জানান, আজাদ আলী যমুনার একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেয়েছেন। তিনি জানান, এছাড়াও থাকছে নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।