ডেস্ক নিউজ
বাঞ্ছারামপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের কর্মহীন হয়ে পড়া এক হাজার অসচ্ছল ও হতদরিদ্রর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল প্রমুখ।