নিউজ ডেস্কঃ
দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং এডিস মশা দমনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে বিট পুলিশও কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (৩ আগস্ট) তেজগাঁও শিল্পাঞ্চলে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । দেশে ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সবার সমন্বয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারলে এ সমস্যা মোকাবিলা করা যাবে। সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থাগুলো ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। তাদের পাশাপাশি রাজধানীর ওয়ার্ডভিত্তিক বিট পুলিশদেরকেও ডেঙ্গু প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।