এবার পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্বের আরেক রাজ্য মেঘালয়ে বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা-নেয়া করতে চায় দিল্লি। দুদেশের প্রধানমন্ত্রীরর ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোচনাও হয় ডিসেম্বরে। পররাষ্ট্র সচিব বলছেন, এখন সে প্রস্তাবের নানা দিক খতিয়ে দেখছে ঢাকা।
হাসিনা-মোদির বৈঠকে ভারত-থাইল্যান্ড-মিয়ানমারের হাইওয়েতে যুক্ত হওয়ার আগ্রহ জানায় বাংলাদেশ। সচিব জানিয়েছেন, আঞ্চলিক বাণিজ্য বাড়াতে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চায় ঢাকা।
বিশ্বায়নে এ যুগে প্রতিবেশী দেশের সঙ্গে ট্রানজিটের মাধ্যমে যুক্ত হওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।
আঞ্চলিক বাণিজ্য-বিনিয়োগে চাই ট্রানজিট আর ট্রানজিটের জন্য দরকার অবকাঠামোগত উন্নয়ন। গবেষকরা বলছেন, শক্তিশালী দেশ হিসেবে ভারত সর্বোচ্চ সুবিধা নিতে চাইবে। তবে ভৌগোলিক সুবিধা বাংলাদেশের কাছে থাকায়, আর্থিক সুবিধার প্রশ্নে প্রয়োজন হবে কূটনৈতিক দক্ষতা।