ডেস্ক নিউজ
করোনা প্রতিরোধে আগস্টের প্রথম সপ্তাহে দেশে আসছে ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড। ক্যোভাক্সের আওতায় এই টিকা দেশে আসবে। গত ফেব্রুয়ারি মাসে গণটিকাকরণ কর্মসূচীতে যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেননি তাদের জন্য এই টিকা আনা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, যারা এখনও অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করা শেষে দ্বিতীয় ডোজ পাননি তাদের বিষয়ে নানামুখী চিন্তাভাবনা করছে সরকার। ভারতে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন প্রাপ্তিতে সমস্যার সৃষ্টি হয়। তবে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনার জন্য যোগাযোগ করতে থাকে সরকার।
সূত্র জানায়, আগস্টের প্রথম সপ্তাহে ১০ লাখ ৮০০ ডোজ ভ্যাকসিন দেশে আসবে। এগুলো আসার পরে যারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন এখনও নিতে পারেননি তাদের প্রয়োগ করার ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগস্টে বাংলাদেশে ১০ লাখ ডোজ এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। তবে কবে ভ্যাকসিন আসবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা ভ্যাকসিন পাব। এরই মধ্যে সেখান থেকে আমাদের কাছে ২৫ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন এসে পৌঁছেছে। এছাড়াও আমাদের আগস্ট মাস থেকে এ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাওয়ার ইঙ্গিত পেয়েছি। আমরা আশা করি সময় মতো ভ্যাকসিন পেয়ে যাব। যারা সেকেন্ড ডোজের অপেক্ষায় আছে তারা আবার ভ্যাকসিন নিতে পারবে। দ্বিতীয় ডোজ যাদের আটকে আছে তাদের জন্য যুক্তরাষ্ট্র এই ভ্যাকসিন দেবে।