ডেস্ক নিউজ
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৯ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ের পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরের এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামু ক্রসিং তুলা বাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবু আবদুল্লাহ।
আটক আবদুর রহমান (৩৮) চট্টগ্রাম জেলার লোহাগাড়া গারাঙ্গিয়া রঙ্গিনপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার সাড়ে ১১ টার দিকে রামুক্রসিং হাইওয়ে থানাধীন রামু রাবার বাগান এলাকায় স্থানে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ওই ব্যক্তি কাছ থেকে ৪৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, ইয়াবা উদ্ধার ঘটনায় মাদক আইনে মামলা করে উদ্ধার মালামালসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।